ভয়েস ৯, নতুন দিল্লি ব্যুরোঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় দ্বীপের নাম দেওয়া হয়েছিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে । আজ ২৩ জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মদিন। অন্যদিকে, এই দিনটি পালন করা হচ্ছে 'পরাক্রম দিবস' হিসাবে । এদিন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানের পরম বীর চক্র প্রদানের পর প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন। এই দ্বীপটি য়াগে রস দ্বীপ নামে পরিচিত ছিল।
যে দ্বীপগুলোর নাম পাদেওয়া সেগুলো হল কেন্দ্রশাসিত অঞ্চলের ২১ টি বৃহত্তম নামহীন দ্বীপ। বৃহত্তম নামবিহীন দ্বীপের নামকরণ করা হয়েছে প্রথম পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নামে, দ্বিতীয় বৃহত্তম নামবিহীন দ্বীপের নামকরণ করা হয়েছে দ্বিতীয় পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নামে, ইত্যাদি।
২০১৮ সালে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর তেরঙা উত্তোলনের ৭৫ তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী আন্দামান ও নিকোবরের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করেছিলেন। রস দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে রাখা হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপের নাম বদলে রাখা হয় শহীদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম স্বরাজ দ্বীপ।
নামহীন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছে নিম্নলিখিত ২১ জন পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে:
• মেজর সোমনাথ শর্মা • সুবেদার এবং মাননীয় ক্যাপ্টেন (তখন ল্যান্স নায়েক) করম সিং, এম.এম • ২য় লে. রমা রাঘোবা রানে • নায়ক যদুনাথ সিং • কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং • ক্যাপ্টেন জিএস সালারিয়া • লেফটেন্যান্ট কর্নেল (তৎকালীন মেজর) ধন সিং থাপা • সুবেদার জোগিন্দর সিং • মেজর শয়তান সিং • CQMH। আব্দুল হামিদ • লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুর্জরজি • তারাপুর ল্যান্স নায়েক আলবার্ট এক্কা • মেজর হোশিয়ার সিং • ২য় লে. অরুণ ক্ষেত্রপাল • ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন • মেজর রামস্বামী পরমেশ্বরন • নায়েব সুবেদার বানা সিং • ক্যাপ্টেন বিক্রম বাত্রা • লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে • সুবেদার মেজর (তখন রাইফেলম্যান) সঞ্জয় কুমার • সুবেদার মেজর অবসরপ্রাপ্ত (মাননীয় ক্যাপ্টেন) গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব