ভয়েস ৯, নিউজ ডেস্কঃ টেরাকোটা একটি লাতিন শব্দ: 'টেরা' অর্থ মাটি, আর 'কোটা' অর্থ পোড়ানো। মানুষের ব্যবহার্য পোড়ামাটির তৈরি সকল রকমের দ্রব্য টেরাকোটা নামে পরিচিত। আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়। সেই মাটি থেকে মূর্তি, দৃশ্যাবলি তৈরি করে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে টেরাকোটা ভাস্কর্য তৈরি করা হয়।
মানবসভ্যতার বিকাশকাল থেকেই পোড়ামাটির ভাস্কর্যের ব্যবহার দেখা গেছে।
সুমেরীয় সভ্যতা, ব্যাবীলনীয় সভ্যতা, মায়া সভ্যতায় এই শিল্পের প্রচলন ছিল।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মৌর্য্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য-এর সময়কালে বহু টেরাকোটার নিদর্শন পাওয়া গেছে। এই রাজ্যের জেলার বাকুড়া ও বিষ্ণুপুর শহর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত।
এই মন্দিরগুলি তারকেশ্বর থানার বালিগোড়ি ও রামনগর এলাকার। জানা গেছে, এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করা হয় না।
ফলে, এই মন্দিরগুলি যেমন ভেঙ্গে পড়ছে, তেমনি নষ্ট হচ্ছে টেরাকোটার প্রাচীন নিদর্শঙ্গুলো। চুরি যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষ এর দায়িত্ব নেওয়ার জন্য পুরাতত্ব বিভাগের কাছে দাবি তুলেছেন।
ছবি সৌজন্যঃ তারকেশ্বর বার্তা