ভয়েস ৯,ঢাকা ব্যুরো: সম্প্রতি বাংলাদেশে ডিমের সংকট ও মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের চার প্রতিষ্ঠান ১ কোটি করে এ ডিম আমদানি করবে। দেশের ডিমের বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ হায়দার আলী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রবিবার দেশের চার প্রতিষ্ঠানকে ১ কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।
তিনি বলেন, আমদানি করা ডিম এলসি খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই এটি শুরু হবে।
এদিকে, আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, দেশে প্রতিদিন ৪ কোটি ডিম প্রয়োজন হয়। তাই প্রাথমিকভাবে একদিনের ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে দাম কমলে আর আমদানির প্রয়োজন হবে না। নাহলে আবার আমদানির অনুমতি দেওয়া হবে।
এসময় বাণিজ্যসচিব বলেন, মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বাজারে পণ্য থাকলেও দাম বেড়ে যায় কখনো কখনো। সেটা নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।
এসময় আলুর দাম প্রসঙ্গেও কথা বলেন সচিব। তিনি বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শিগগিরই কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালাবে বাণিজ্য মন্ত্রণালয়।
এক প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, ডিম, পেঁয়াজ ও আলুর যে দাম বেঁধে দেওয়া হয়েছে; সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে। দুই-একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে।