পদ্মা সেতুর নাট খোলাঃ অভিযুক্ত যুবকের গ্রামের বাড়িতে হামলার অভিযোগ

 

ঢাকাঃ পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ভাইরাল হতে চেয়েছিল বায়জিদ তালহার। আজ তার পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামে বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল নেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বায়জিদ তালহার নামে ওই যুবক পদ্মা সেতুর নাট খুলছে। পরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। জানা গেছে, বায়জিদের গ্রামের বাড়িতে তার মেজ ভাই সোহাগের স্ত্রী খাদিজা আক্তার ও তার সন্তানরা থাকেন। তবে, এই হামলায় কেউ আহত হননি। একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বায়জিদের মেজ-বৌদির অভিযোগ,  প্রায় আটটা  মোটরসাইকেলে চেপে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের বাড়িতে আসে। ওদের হাতে ছিল রামদা ও অন্যান্য অস্ত্র। তারা বাড়িতে ঢুকে ঘর ভাংচুর করে। এদিকে হামলার পর বিকেলে পুলিশের একটি দল বায়জিদের গ্রামের বাড়িতে যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad