মানসিক অসুস্থতা, জোরপূর্বক বিয়ে, শিশুশ্রম, যৌনতা শোষণ ও পাচারের কারণে হাজার হাজার মানুষ প্রতিবছর নিখোঁজ হচ্ছে
9:33:00 PM
0
নিউজ ডেস্কঃ অসংখ্য গবেষণায় দেখা গেছে যে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার কারণ অনেক। এটা হতে পারে মানসিক অসুস্থতা, ভুল যোগাযোগ, গার্হস্থ্য সহিংসতা এবং পাচার হওয়া । ব্যক্তিগতভাবে পাচারের উপর ইউএনওডিসি গ্লোবাল রিপোর্ট ২০১৮ ইঙ্গিত করে যে এর বেশিরভাগই যৌন শোষণের জন্য পাচার হওয়া নারী। ৩৫ শতাংশ জোরপূর্বক শ্রমের জন্য পাচার হওয়া নারী, নারী ও মেয়ে উভয়ই। একই সময়ে, এর চেয়েও বেশি জোরপূর্বক শ্রমের জন্য পাচারের শিকার অর্ধেকই পুরুষ। পাচারের সাধারণ কারণ হচ্ছে জোরপূর্বক বিয়ে, শিশুশ্রম, গৃহকর্মী এবং যৌনতা শোষণ ইত্যাদি।
ভারতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য অনুসারে, ২০১৬6 সালে মোট ২,৯0,৪৩৯ জন, ২০১৭ সালে ৩,০৫,২৬৭ জন এবং ২০১৮ সালে ৩,৪৭,৫২৪ জন নিখোঁজ বলে রিপোর্ট করা হয়েছে।
পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি সংখ্যক মহিলা নিখোঁজ হয়েছে৷ নদীয়া জেলা ২০১৭ সালে চতুর্থ স্থানে থেকে সিঁড়ি বেয়ে উঠেছে (১,৭০৮ নিখোঁজ মহিলা)।
তথ্যসূত্রঃ ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো
Tags