সিধু মুসওয়ালার 'এসওয়াইএল' গান সরানো হলো ইউ টিউব থেকে
9:22:00 PM
0
নিউজ ডেস্কঃ নিহত পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার গান 'এসওয়াইএল' ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার হত্যার পর এই গানটি মুক্তি পেয়েছিল। আর মুক্তির পর থেকেই গানটির কিছু অংশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সিধু মুসেওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানের ভিডিও ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি নোট দেখা যায়। নোটে বলা হয়েছে, "সরকারের কাছ থেকে একটি আইনি অভিযোগের কারণে এই সামগ্রীটি এই দেশের ডোমেইনে উপলব্ধ নয়। "
সিধু মুসেওয়ালার গান 'এসওয়াইএল', ২৩ শে জুন মুক্তি পেয়েছিল। এটি ইউটিউবে ২৭ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। ধারণা করা হয়, বিখ্যাত সতলজ-যমুনা সংযোগ খালের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল মাউসওয়ালার এই গান। মুজওয়ালা জল সমস্যা এবং সতলজ-যমুনা লিঙ্ক ক্যানাল সম্পর্কে কথা বলেছেন, যা দীর্ঘদিন ধরে পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে বিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও, গানটিতে অবিভক্ত পাঞ্জাব, ১৯৮৪ সালের শিখ দাঙ্গা (১৯৮৪), কারাবন্দী শিখদের মুক্তি, সতলজ-যমুনা লিংক ক্যানালের সাথে যুক্ত কর্মকর্তাদের হত্যা এবং বব্বর খালসার সাথে যুক্ত বলবিন্দর সিং জাটানার কথা বলা হয়েছে।
এই গানে মুসেওয়ালা বলেছিলেন যে তিনি পাঞ্জাবের এক ফোঁটা জলও কাউকে দেবেন না। যার পরে কেউ কেউ এটিকে হরিয়ানা-বিরোধী বলে অভিহিত করেছিলেন। সেখানে কিষাণ আন্দোলন, লালকেল্লায় নিশান সাহিবের পতাকা উত্তোলন, দিল্লি হিংসার মতো ঘটনার উল্লেখও ছিল।
উল্লেখ্য, পাঞ্জাবের মানসা জেলার জওহরকে গ্রামে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। পাঞ্জাব পুলিশ নিরাপত্তা প্রত্যাহারের একদিন পর এই ঘটনা ঘটে। কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার একটি ফেসবুক পোস্ট লিখে মুজওয়ালাকে হত্যার দায় স্বীকার করেছিলেন।
Tags