তিন সন্তানকে বাঁচানোর পর বাংলোয় আগুনে পুড়ে মৃত্যু হল বাবার

মুম্বাইঃ বাংলোয় আগুন লেগে গিয়েছিল, আর সেই আগুনে আটকে পড়েছিলেন তিন সন্তান সহ এক ব্যাক্তি। কীভাবে নিজের সন্তানদের রক্ষা করবেন একমাত্র এই চিন্তাই তখন ধ্যান-জ্ঞান ৩৮ বছর বয়সী রাজীব ঠাকুরের। শেষ পর্যন্ত তিন সন্তানকে নিরাপদে বাড়ির বাইরে বের করে দিতে সমর্থ হলেও, নিজেকে রক্ষা করতে পারলেন না। রোববার সকালে নভি মুম্বাইয়ে তিন সন্তানকে বাঁচানোর পর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। খাণ্ডেশ্বর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আকুরলি গ্রামে অবস্থিত গ্রাউন্ড-প্লাস-ওয়ান কাঠামোয় আগুন লেগে রাজীব ঠাকুরের মৃত্যু হয়েছে। তিনি জানান, "ঠাকুর তাঁর তিন সন্তানকে সতর্ক করতে পেরেছিলেন এবং তাদের নিরাপদে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তারপরে তিনি তার ল্যাপটপ, স্ক্রিপ্ট, ডকুমেন্টস ইত্যাদি সংগ্রহ করার জন্য তার প্রথম তলার শয়নকক্ষে ফিরে যান, কিন্তু আগুনে আটকা পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মারা যান। তার স্ত্রী বাড়িতে ছিলেন না।“ জানা গেছে, আগুন নেভানোর জন্য দমকলের তিনটি ইঞ্জিন এবং একটি জলের ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছিল। প্রায় দু ঘন্টা পর আগুন আয়ত্বে আসে। আগুন লাগার প্রাথমিক কারণ শর্ট সার্কিট বলে মনে হচ্ছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad