উত্তরপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ আগুনে ঝলসে গেল কনে, আশঙ্কাজনক বহু মানুষ

উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার এক বাড়িতে হঠাৎ করেই বিয়ের আনন্দ শোকে পরিণত হল। বরযাত্রী আসার আগেই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
বারাবাঙ্কি: আজ উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে আচমকা একটি সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। যাদের চিকিৎসার জন্য স্থানীয় সিএইচসিতে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, নগর পঞ্চায়েত রামনগরের মহল্লা ধমেহি ৩-এ অশ্বানি তিওয়ারি ওরফে কাল্লু তিওয়ারির মেয়ের বরযাত্রী আসার কথা ছিল। সেজন্য গ্যাস উনুনে অতিথিদের জন্য খাবারও তৈরি করা হচ্ছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে প্রবল অগ্নিশিখা বের হতে থাকে এবং তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হয়েছেন এক ডজনেরও বেশি মানুষ। এই দুর্ঘটনায় মেয়ে শৈব্য তিওয়ারি মেয়ে অশ্বনী তিওয়ারি, যার বিয়ে হওয়ার কথা ছিল, সেও ঝলসে যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের খবরে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিয়ে সঙ্গে সঙ্গে সিএইচসি রামনগরে পৌঁছায়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের জেলা হাসপাতালে রেফার করা হয়। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad