সম্পাদকীয় কলেজ ফেস্ট নিয়ে নতুন নির্দেশিকাঃ পরোক্ষে কি মেনে নেওয়া হলো না সেদিনের অব্যবস্থা?
7:40:00 PM
0
সেদিন যা ছিল না, আজ তা আছে। সেদিন এই নজরুল মঞ্চে ছিলেন প্রয়াত বিশিষ্ট গায়ক কেকে, আজ সেখানে অন্যজন। কিন্তু সেদিন যাদের দেখা যায়নি, আজ তাদের দেখা যাচ্ছে অর্থাৎ ইউনিফর্ম পরা ও সাদা পোশাকের পুলিস, বেসরকারী নিরাপত্তারক্ষী, গেটে পাশ বা টিকিট চেক করার লোকজন।
এর মানে হল,সেদিন যে এ সবের প্রয়োজন ছিল তা পরোক্ষে মেনে নেওয়া। সেদিন কিন্তু তা হয়নি, বরং জাস্টিফাই করার চেষ্টা হয়েছিল। কতজন দর্শক ছিলেন, তারা দিব্বি সুস্থ ছিলেন, অথচ কেকে কেন অসুস্থ হলেন তা কেউ তাদের বোঝাতে পারেনি। টিকিটের চেয়ে বেশি দর্শক যে অনেককিছু সমস্যার কারণ হতে পারে সেদিন তারা তা বোঝেন নি। আজ বুঝেছেন। দেরীতে হলেও শুভবুদ্ধির জাগরণ। কিন্তু সেটা কতদিনের জন্য, তা বলবে সময়।
যাইহোক, স্বভাবতইঃ আজ প্রশ্ন উঠবে, আজ এসব ব্যবস্থা কেন? তার মানে, আজ যা হচ্ছে, সেদিনও তার দরকার ছিল। এখন বলা হচ্ছে, যা আসন সংখ্যা, তার চেয়ে কম টিকিট ছাপাতে হবে। তার মানে, সেদিন আসনের চেয়ে টিকিটের সংখ্যা বেশি ছিল? তাইতো? এখন বলা হচ্ছে, অ্যাম্ব্যলেন্সের ব্যবস্থা রাখতে হবে। তার মানে, সেদিন এটা রাখার দরকার ছিল? তাই না?
এখন বলা হচ্ছে, ডাক্তার থাকতে হবে। এসবের একটাই অর্থ। এগুলো সবাই জানেন, একটা বড়ো প্রোগ্রাম করতে গেলে এটাই স্বাভাবিক নিয়ম। তার মানে, সেদিন কি বেনিয়ম হয়নি?
‘তবেই মিলবে ছাড়পত্র।‘ এসব এখন লালবাজারের নতুন নির্দেশিকা। সেদিন তাহলে, কেন এসব ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশ্ন সাধারণ মানুষের।
Tags