নূপুর শর্মার বক্তব্যকে কেন্দ্র করে বহু শহরে হিংসাশ্রয়ী বিক্ষোভ, রাঁচিতে কারফিউ, বাংলাদেশেও তোলপাড়

নতুন দিল্লিঃ নুপুর শর্মার বক্তব্য নিয়ে বিক্ষোভ এখনও শেষ হয়নি। শুক্রবার জুমার নামাজের পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, লখনউ, সাহারানপুরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে পাথর ছোড়া হয়েছে এবং পুলিশ কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে। রাঁচির প্রধান সড়কেও সহিংস বিক্ষোভ হয়েছে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। রাঁচিতে হট্টগোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক। যারা বিদ্বেষ ছড়াতে চায় তারাই এমন ষড়যন্ত্র করছে। কিছু অসামাজিক অপশক্তির ভুলের খেসারত সবাই বহন করছে। নূপুর শর্মার বক্তব্য নিয়ে আহমেদাবাদেও বিক্ষোভ দেখা গেছে। বহু মুসলিম এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেখানে কয়েকদিনের মধ্যেই ভগবান জগন্নাথের রথযাত্রা বেরোবে। এমন পরিস্থিতিতে তাদের গাড়ির যাতে কম ক্ষতি না হয় সেজন্য সব পুলিশের গাড়িতে লোহার জাল বসানোর কথা চলছে। হাওড়ার উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ের কাছে জাতীয় সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। অনেককে ঘটনাস্থলে বিক্ষোভ করতেও দেখা যায়। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথ। এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা বন্ধ রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় নূপুর শর্মার বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করে, নূপুরের বিরুদ্ধে স্লোগান দেয়। ১৬ জুন ভারতীয় দূতাবাস ঘেরাও করার কথা রয়েছে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad