মাঙ্কিপক্স সন্দেহে ভারত থেকে আসা এক বাংলাদেশি আইসোলেশনে

ঢাকাঃ যদিও এই মুহুর্তে ভারত বা বাংলাদেশ কোথাও মাঙ্কিপক্সের দেখা মেলেনি, তবু মাঙ্কিপক্স সন্দেহে ভারত থেকে আসা এক বাংলাদেশি আইসোলেশনে পাঠানো হল। তিনি বেনাপোল সীমান্ত পার হয়ে বাংলাদেশ আসেন। জানা গেছে, আব্বাস আলী নামের ওই বাংলাদেশির শরীরে চিকেনপক্স এর মতো গুটি দেখতে পাওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ দুপুর ১ টার দিকে তাকে সদর হাসপাতালে পাঠায় বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। তবে এটি মাঙ্কিপক্সের লক্ষণ কিনা এ মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্বাস্থ্যকর্মীরা। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মহাসিনা রুমপা জানায়, যশোরের বাসিন্দা আব্বাস আলী আজ সকালে ভারত থেকে ফিরে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এসময় স্বাস্থ্য কর্মীরা দেখতে পায় তার মুখসহ শরীরের বিভিন্ন স্থানে চিকেন পক্সের মত কিছু বের হয়েছে। তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুফ আলী জানান, বর্তমানে ঐ যুবক নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তার শরীরে চিকেন পক্সের মত গুটি গুটি বের হয়েছে। তবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটা কোন ধরনের ভাইরাস সঠিক করে বলা যাবে না।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad