রান্নার জন্য মানুষ কি আবার পিছনে হাঁটবে? - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Friday, July 08, 2022

রান্নার জন্য মানুষ কি আবার পিছনে হাঁটবে?

নিজস্ব প্রতিনিধিঃ যেদিন মানুষ প্রথম আগুন জ্বালানো শিখেছিল, তখন সভ্যতা এসেছিল বলে ধরা হয়। তারপর সময়ের স্রোত বয়ে গেছে। কাঠ-পাতা থেকে কয়লা। সবশেষে গ্যাস। এই গ্যাসে রান্নায় মানুষ এমন অভ্যস্ত হয়ে উঠলো যে, সেই কয়লা আর কাঠের উনুন তাদের কাছে নিছক ‘দুঃস্বপ্ন’ হয়ে গেল। কিন্তু, এখন বোধহয় সেই পথেই ফিরতে হবে মানুষকে। সভ্যতার পথ পেরিয়ে দুষণের হাত থেকে মুক্তি পেতে যে গ্যাসের হাত ধরে পথ চলা শুরু হয়েছিল, এখন তার হাত ধরতেই ছ্যাঁকা লাগছে রাজ্যবাসীর। প্রথমে ধীরে ধীরে ভর্তুকি তুলে দেওয়া, পরে ‘উজালা’র স্বপ্ন আর শেষে (জানিনা এটাই শেষ কিনা) দাম বাড়ানোর নামে মানুষে নাভিশ্বাস তোলার বন্দোবস্ত করা। কেন্দ্রিয় সরকার হয়তো জানেন না, এখন দিন-আনা-দিন-খাওয়া মানুষরাও গ্যাসে রান্না করেন। না, এদের সবাই কম পয়সার গ্যাস পাননি। কারণ, তারাও জানে গ্যাসে রান্না করলে দূষণ কমে। কাঠ আর কয়লার আগুনে অনেক পুড়েছেন বাড়ির মহিলারা। এবার গ্যাসের মূল্যবৃদ্ধির আগুন তাদের ‘জ্বালাচ্ছে’। বুধবার ভর্তুকি ছাড়া ১৪ দশমিক ২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এ নিয়ে দু’মাসে তিনবার বাড়লো রান্নার গ্যাসের দাম। এর আগে ৭ মে ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছিল কেন্দ্র। এর পর ১৯ মে আবারও দাম বাড়ানো হলো। বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কোজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও। সিলিন্ডার প্রতি ১৮ টাকা করে বাড়ানো হয়েছে। এরপর? সব মানুষের মহার্ঘভাতা নেই। সবাই এর রোজগার এক নয়। অথচ, এই অল্প-রোজগারী মানুষকে কিনতে চড়া দামের গ্যাস। আর এটাই যন্ত্রণা।

No comments:

Post a Comment

Post Top Ad