শুক্রবার থেকে ফের বন্দুকবাজীঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে মোট ৭ জন নিহত, ৩৭ জন আহত - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Monday, July 04, 2022

শুক্রবার থেকে ফের বন্দুকবাজীঃ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে মোট ৭ জন নিহত, ৩৭ জন আহত

শিকাগোঃ শিকাগোর ইলিনয় শহরে শুক্রবার থেকে আজ পর্যন্ত একের পর এক বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৭ জন আহত এবং প্রায় ৭ জন প্রাণ হারিয়েছেনবলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইলিনয়ের শিকাগোতে শনিবার সকালে (স্থানীয় সময়) ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত জঘন্য হত্যাকাণ্ডের সাম্প্রতিকতম ঘটনা। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৯ মিনিট নাগাদ এস্কানাবার ৯০০০ ব্লকে গুলি চালানোর সময় মাথায় গুলি লাগে ওই ব্যাক্তির। পরে ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একটি ঘটনায়, ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে একই দিনে পেটে গুলি করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট সিনাই হাসপাতাল তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে। উপরন্তু, শুক্রবার, শিকাগোতে বন্দুক হামলার ফলে কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। স্থানীয় মিডিয়া শিকাগো পুলিশকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। এবিসি ৭-এর তথ্য অনুযায়ী শুক্রবার রাতে শিকাগোর চায়নাটাউন এলাকায় দুই পুরুষের মধ্যে বন্দুকযুদ্ধে ২৪ বছর বয়সী এক মহিলা নিহত হয়েছেন। এ সময় বন্দুকধারীদের মধ্যে একজন ও আরও দুজন আহত হয়েছেন। মহিলাটির শরীরে গুলি লাগে। তাকে দ্রুত স্ট্রোগার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে পরে তিনি মারা যান। এ ছাড়া, শুক্রবার বিকেল ৫টা ৪৩ মিনিটে ভয়াবহ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২৬ বছর বয়সী এক ব্যাক্তিকে দক্ষিণ ওলকটের ৬৫০০ ব্লকে গুলি করে হত্যা করা হয়। ওই ব্যাক্তি যখন ফুটপাতের কাছে দাঁড়িয়ে ছিল, তখন একজন অজ্ঞাত পরিচয় আততায়ী এসে একটি হ্যান্ডগান বের করে এবং গুলি ছুড়তে শুরু করে। তার মাথায় ও হাতে গুলি লাগে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশে গুলি চালিয়ে হত্যার ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শিশু ও পরিবারের সুরক্ষার জন্য বন্দুক ক্রয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা প্রয়োজন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করা দরকার।

No comments:

Post a Comment

Post Top Ad