মিঠুন চক্রবর্তীর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়া: কুণাল ঘোষ - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Tuesday, July 05, 2022

মিঠুন চক্রবর্তীর উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাওয়া: কুণাল ঘোষ

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: মঙ্গলবার, মিঠুন চক্রবর্তীকে দেখা গেল তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) এর সঙ্গে একটা বাংলা ছবির শুটিং করতে। তাকে রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করাতে তিনি মন্তব্য করতে অস্বীকার করে বলেন যে একজন অভিনেতার কোনও রাজনৈতিক 'রঙ' নেই। বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কলকাতায় এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, কেন্দ্রীয় নেতারা তাঁকে একটি নির্দিষ্ট ভূমিকা দিয়েছেন। তার একদিন পরেই তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মিঠুনকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 'ক্ষমা চাইতে' হবে। কুনাল ঘোষ বলেন, দিদি যখন তাঁকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কখনও ভুলবেন না। অথচ তিনি ‘পিছন থেকে ছুরি’ মারলেন। তার দিদির কাছে ক্ষমা চাওয়া উচিত।"
 বিজেপিকে আরও কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, রাজ্য বিজেপি নেতারা জয় দিতে ব্যর্থ হয়েছেন, যার জন্য দলের কেন্দ্রীয় নেতারা আবারও 'পরিযায়ী' নেতাদের পাঠাতে শুরু করেছেন। তিনি বলেন, “মিঠুন দা তাঁর দলের সঙ্গে মিলে বাংলাজয় করতে ব্যর্থ হয়েছেন। মিঠুন দা যদি এভাবে চলতে থাকেন তাহলে বাংলার মানুষের হৃদয়ে একজন অভিনেতা হিসেবে তাঁর যা কিছু খ্যাতি রয়েছে, সেটাও তিনি হারাবেন। যে ব্যক্তি একটি নির্দিষ্ট জায়গায় পাঁচ বছর থাকতে পারে না তাকে বিশ্বাস করা যায় না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে জেরা করার পরপরই তিনি নিজেকে রক্ষা করার জন্য বিজেপিতে চলে যান।"

 বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এব্যাপারে বলেন যে গত বছর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস তাকে 'মিথ্যা' মামলা দেওয়ায় মিঠুনকে চক্রবর্তীকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad