করোনা নিয়ে সঠিকভাবে বিজ্ঞানসম্মত প্রচারের অভাব ও একশ্রেণির মিডিয়ার আতঙ্ক ছড়ানো প্রতিবেদন মানুষকে দিশেহারা করছে ঃ অভিযোগ - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Thursday, July 07, 2022

করোনা নিয়ে সঠিকভাবে বিজ্ঞানসম্মত প্রচারের অভাব ও একশ্রেণির মিডিয়ার আতঙ্ক ছড়ানো প্রতিবেদন মানুষকে দিশেহারা করছে ঃ অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাস্ক পড়ার সঠিক নিয়ম কী? নাক খোলা রেখে মুখটা ঢেকে রাখা? হাত দিয়ে বার বার মাস্ক উপরে তোলা, খোলা, নামানো, আবার সেই হাত দিয়েই সবকিছু স্পর্শ করা? মাস্ক কী আইডেন্টিটি কার্ড, যে সঙ্গে রাখা, বা যেনতেন ভাবে ব্যবহার করাটাই ভাইরাসকে দূরে রাখার একমাত্র উপায়? বাইরে বেরিয়ে মাস্ক পরে ঘুরে বেড়ানো, আর কারো সঙ্গে কথা বলার সময় মাস্ক নামিয়ে কথা বলা? এটাই কি বিজ্ঞানসম্মত ভাবে মাস্কের ব্যবহার? সমস্তটাই একটা ছেলেখেলায় পরিণত হয়ে গেছে। ভাইরোলজিস্ট এর চেয়ে মূল্যবান এখন ভাইরাস সম্পর্কে অজ্ঞ কিছু ব্যাক্তির প্রতিবেদন, বক্তব্য, যা প্রকৃত পরিস্থিতিকে সঠিকভাবে প্রকাশ না করে একটা আতঙ্ক সৃষ্টির প্রয়াস। অনেক কিছু বিষয় এখনো মানুষ জানতে পারছে না বলে অভিযোগ উঠছে। এগুলোর মধ্যে হলো, আক্রান্তের মধ্যে কতজন ভ্যাক্সিন নিয়েছেন, কতজন নেননি। মৃতদের মধ্যে কতজন ভ্যাক্সিন নিয়েছিলেন, কতজন নেননি। মৃতদের বয়স কত, তাদের কোমর্বিটি ছিল কিনা, সেই সংক্রান্ত তথ্য। ভ্যাক্সিন নেওয়ার পর কতদিন পর্যন্ত ইমিউনিটি বজায় থাকে? সে ব্যাপারে কী কী পরীক্ষা করা হয়, বা হয়েছে কি না? জানা গেছে, যারা ভ্যাকসিনের সমস্ত ডোজ নিয়েছেন, তারাও আক্রান্ত হতে পারেন, বা রোগ ছড়াতে পারেন। কাজেই, এক্ষেত্রে যিনি নেননি, বা যিনি নিয়েছেন, তারা উভয়েই আক্রান্ত হলে রোগ ছড়াতে পারেন, এই বিষয়টা নিয়ে প্রচারের প্রয়োজন থাকলেও সঠিকভাবে তা বাস্তবায়িত হচ্ছে কী? অনেকে সার্টিফিকেট দেখিয়েই জানিয়ে দিচ্ছে, তারা নিরাপদ। বিজ্ঞান কি তাই বলে? আর একশ্রেণির মিডিয়া বিজ্ঞানসম্মতভাবে মানুষকে সচেতন করার পরিবর্তে ‘গেল গেল’ রব তুলে দিচ্ছে। আগে ভাইরোলজিস্টরা জানাক নতুন ভাইরাস কতখানি আতঙ্কের, তা নয়- তার আগেই এই সমস্ত ‘সবজান্তা’ মিডিয়া তাদের অভিমত ব্যক্ত করে দিচ্ছে। এতে লাভের মধ্যে আতঙ্ক বাড়ছে। তাই সাধারণ মানুষের দাবি,ভাইরোলজিস্টদের বা যারা ভাইরাস নিয়ে গবেষণা করছেন, তাদের বক্তব্যকেই সর্বসমক্ষে তুলে ধরা বা প্রচার করা হোক। যেহেতু মানুষকে এই ভাইরাস নিয়েই চলতে হবে, তাই থমকে যাওয়া নয়, সঠিক বৈজ্ঞানিক ধারণা নিয়েই বাস করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad