গায়ে বিরাট গর্ত নিয়ে ১৪ ঘন্টা আকাশে উড়ে দুবাই থেকে ব্রিসবেন পৌঁছালো এমিরেটস এয়ারবাস এ৩৮০ - SANGBAD VOICE 9, Where Truth Meets News, Latest News From Bangladesh, India and other Countries

Home Top Ad

BREAKING NEWS

Monday, July 04, 2022

গায়ে বিরাট গর্ত নিয়ে ১৪ ঘন্টা আকাশে উড়ে দুবাই থেকে ব্রিসবেন পৌঁছালো এমিরেটস এয়ারবাস এ৩৮০

নিউজ ডেস্কঃ এমিরেটসের একটি যাত্রীবাহী জেট বিমান প্রায় ১৪ ঘন্টা ধরে একটি বড় গর্ত নিয়ে আকাশে উড়লো। শুক্রবার এয়ারবাস এ৩৮০-৮০০ বিমানটি দুবাই থেকে ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রায় ৪৫ মিনিট পর ক্রু ও যাত্রীরা একটি বিকট শব্দ শুনতে পান বলে জানিয়েছে অস্ট্রেলীয় সংবাদপত্র দ্য কুরিয়ার মেইল। বিমানের টায়ার ফেটে গেছে মনে করে বিমানের পাইলটরা ব্রিসবেন বিমানবন্দরের সাথে যোগাযোগ করে জরুরি অবতরণের জন্য। এটি অবতরণের পর টেকনিশিয়ানরা বিমানের পাশে একটি বড় গর্ত দেখতে পান। এ ব্যাপারে এমিরেটস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এমিরেটসের একজন মুখপাত্র পরে দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ক্রুজের সময় ২২টি টায়ারের মধ্যে একটি ফেটে গেলে বিমানটি 'প্রযুক্তিগত ত্রুটি' অনুভব করে। এটি "এরোডাইনামিক ফেয়ারিংয়ের একটি ছোট অংশের ক্ষতি করেছে, যা হলো বিমানের বাইরের প্যানেল। তিনি বলেন, 'কোনো সময়েই এটি বিমানের ফিউজলেজ, ফ্রেম বা কাঠামোর ওপর কোনো প্রভাব ফেলেনি। বিমানটি ব্রিসবেনে নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী নির্ধারিত সময় অনুযায়ী অবতরণ করে। বিমানটি রবিবার দুবাইতে ফিরে আসে। Representative photo

No comments:

Post a Comment

Post Top Ad