মালির হামলায় ১৩২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত: সরকার

ফাইল ছবি
মালি এবং মধ্য সাহেল অঞ্চল কয়েক মাস ধরে সশস্ত্র গোষ্ঠীগুলির উপর দোষারোপ করে একের পর এক বেসামরিক গণহত্যার মুখোমুখি হয়েছে।
মালিঃ মধ্য মালিতে সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 100 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে সরকারী সূত্রে জানা গেছে। সরকার এক বিবৃতিতে বলেছে, কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শনিবার এবং রবিবার মধ্যরাতে মালির কেন্দ্রীয় মোপ্তি অঞ্চলের ব্যাঙ্কাসের গ্রামীণ কমিউনের অন্তত তিনটি গ্রামে হামলা চালায়। মধ্য মালির দিয়াল্লাসাগৌ এবং নিকটবর্তী দুটি গ্রাম, দিয়াওয়েলি এবং ডেসাগৌ-তে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে আরো বলা হয়েছে, অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং কিছু অপরাধীকে চিহ্নিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবী করা হয়েছে, আল-কায়েদার সাথে যুক্ত একটি সংগঠন আমাদৌ কাউফার মাসিনা কাতিবার যোদ্ধাদের দিয়ে বেসামরিক লোকজনকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। ব্যাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, “ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা আজ ঘটনাস্থলে রয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad