একের পর এক এলাকায় ভূমিকম্পঃ আজ মেঘালয়ের রেসুবলপাড়ায় ৪.৭ মাত্রার ভূমিকম্প

ভয়েস ৯, শিলংঃ গতকাল থেকে একের পর এক এলাকায় ভূকম্প আতঙ্ক ধরাচ্ছে মানুষের মনে। ইন্দোনেশিয়া, জাপান, ইংল্যান্ডের পর আজ গত মেঘালয়ের রেসুবলপাড়া থেকে ১৭ কিলোমিটার দূরে মেঘালয়ে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
 সকাল ৯টা ৪৯ মিনিটে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় এবং বাংলাদেশ ও ভুটানেও কম্পন অনুভূত হয়। ভারতের ভূকম্পন বিভাগ জানিয়েছে, মেঘালয়ের তুরা থেকে ২৮ কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছে। 
এর আগে গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের তামেংলং জেলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 


ভূমিকম্পটি তামেংলং জেলার ১০ কিলোমিটার গভীরে অনুভূত হয়। ভূকম্পন বিভাগের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ১৭টা ৪৯ মিনিটে মণিপুরের পার্বত্য অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ১৯ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় রিখটার স্কেলে ৩.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
পশ্চিম কামেং জেলায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্প বিভাগের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে দুপুর ১২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad